শেষ কর্মদিবসে সচিবালয়ে ছুটির আমেজ
প্রকাশিত : ১৫:১৩, ২০ আগস্ট ২০১৮

সচিবালয় জুড়ে বিরাজ করছে ছুটির আমেজ। ঈদুল আজহার আগে সোমবার শেষ কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অনেকটাই কর্মচাঞ্চল্যহীন। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। অফিসে এসে হাজিরা দিয়েই অনেকে গ্রামের বাড়িতে যেতে ছুটছেন রেলস্টেশন, বাস টার্মিনাল কিংবা লঞ্চঘাটের দিকে।
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়; তথ্য মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; আইন মন্ত্রণালয়; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। বেশিরভাগ কক্ষই খালি পড়ে আছে। কোনো কর্মচাঞ্চল্য নেই। করিডোরগুলো একেবারেই ফাঁকা।
বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাপ্তাহিক ছুটির পর দুই কর্মদিবসের পর আবার ঈদের ছুটি শুরু হয়েছে, এরপর আবার সাপ্তাহিক ছুটি। তাই এবার কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ মাঝখানের দুই কর্মদিবস ছুটি নিয়ে টানা ৯ দিনের ছুটি কাটাবেন।
বুধবার (২২ আগস্ট) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাই মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এসি
আরও পড়ুন