রাষ্ট্রপতি ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন
প্রকাশিত : ২১:৫৯, ২০ আগস্ট ২০১৮

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার বঙ্গভবনে সর্বস্তরের জনগণের ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি ওইদিন সকাল সাড়ে দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রেস সচিব আরও জানান, এর আগে রাষ্ট্রপতি হামিদ ঈদের দিন সকাল ৮টায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগায় ঈদের নামাজ আদায় করবেন।
সূত্র: বাসস।
কেআই/এসএইচ/
আরও পড়ুন