ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সাধারন মানুষের মাঝে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান

প্রকাশিত : ১৬:৪৩, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৪৩, ৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারন মানুষের মাঝে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাসদের সাধারন সম্পাদক খালেকুজ্জামান। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মৌলবাদ-জঙ্গিবাদ ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদ রুখে দাড়াও শীর্ষক গনতান্ত্রিক বাম মোর্চার কনভেনশনে একথা বলেন খালিকুজ্জামান। তিনি বলেন, দেশে বর্তমানে উন্নয়নের নামে উন্মাদনা চলছে। বর্তমান সহিংসতা থেকে রক্ষা পেতে বামপন্থি আন্দোলন আরও শক্তিশালি করার তাগিদ দেন বাসদের এই নেতা। অপপ্রচার চালিয়ে জঙ্গি দমনে দেশের মানুষের ঐক্যে সরকার যেন আঘাত না দেয় সেই আহ্বান জানান খলিকুজ্জামান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি