ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আবাহনী লিমিটেডসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা

প্রকাশিত : ১৪:০৩, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:০৩, ৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আবাহনী লিমিটেডসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে গতরাতে শ্রদ্ধা জানান তারা। প্রথমে আবাহনী লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা শ্রদ্ধা জানান। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী প্রচার লীগ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন, কোন ষড়যন্ত্রই আবাহনীকে শেখ কামালের আদর্শ থেকে সরাতে পারবে না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি