ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

জলাবদ্ধতা নিরসন এবং যানজট কমাতে বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মানের উদ্যোগ

প্রকাশিত : ১৫:১৪, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১৪, ৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং যানজট কমাতে মদুনাঘাট থেকে পতেঙ্গা নেভাল একাডেমী পর্যন্ত বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মানের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মদুনাঘাট থেকে নেভাল একাডেমি পর্যন্ত পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলেও মনে করেন সিটি মেয়র। বর্ষা এলেই বৃষ্টি আর জোয়ারের পানিতে এভাবে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা। নগরী জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ অবস্থার উত্তরণে, এবার হালদা নদীর মদুনাঘাট পয়েন্ট থেকে থেকে কর্ণফুলী নদীর পতেঙ্গা নেভাল একাডেমী পর্যন্ত বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মানের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। হালদা পাড়ে বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীরা। তবে পানি নিষ্কাশনের পথ যাতে বন্ধ না হয় সে ব্যাপারে সজাগ থাকার কথা বলছেন তারা। স্থানীয়দের আশংকা উড়িয়ে দিয়ে মেয়র জানিয়েছেন, প্রকল্পের আওতায় ২৬টি খাল খননসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। বেড়িবাঁধের উপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ হলে নগরীর যানজট সমস্যা লাঘব হওয়ার পাশাপাশি হালদা এবং কর্ণফুলীকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে জানান সিটি মেয়র। পানি সম্পদ মন্ত্রণালয়ের সহায়তায়, প্রায় আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নে, জমি অধিগ্রহণ করা হবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি