ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

হত্যাকান্ডসহ খুন, গুম,ও অপহরণের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলাম

প্রকাশিত : ১৮:১৫, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৫, ৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ইসলামের নামে দেশের বিভিন্ন স্থানে হত্যাকান্ডসহ খুন, গুম,ও অপহরণের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলাম। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রূহী। দেশের মানুষকে জঙ্গিবাদ, সব ধরণের অন্যায়-অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়া ইমাম, খতিব, পুরোহিত, বিদেশীসহ অন্য ধর্মের লোকদের টার্গেট করে হত্যার নিন্দা জানান তারা।  সমাবেশ শেষ বের করা হয় বিক্ষোভ মিছিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি