ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

হিরোশিমা ট্রাজেডির ৭১তম বার্ষিকী আজ

প্রকাশিত : ১১:২৮, ৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২৮, ৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

হিরোশিমা ট্রাজেডির ৭১তম বার্ষিকী আজ। পরমাণু নিরস্ত্রীকরণে বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। সকালে জাপানে ঘন্টা বাজিয়ে শুরু হয় হিরোশিমা দিবসের কর্মসূচি। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। এ’সময় পরমাণু কর্মসূচি থেকে বিরত থাকতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষপ্রান্তে জাপানের হিরোশিমা শহরে ইতিহাসের প্রথম এবং সবচেয়ে ভয়াবহ পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র। মাত্র তিনদিন পর নাগাসাকি শহরে একই ধরণের হামলা চালানো হয়। দুটি হামলায় নিহত হয় অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি