ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

আনসারের এডিজি পদে বিসিএস কর্মকর্তাদের পদোন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুজন কর্মকর্তাকে উপ-মহাপরিচালক থেকে দ্বিতীয় গ্রেডভুক্ত অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচজন কর্মকর্তাকে পরিচালক থেকে তৃতীয় গ্রেডভুক্ত উপমহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গতকাল রোববার পদোন্নতির এ আদেশ জারি করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো বিসিএস কর্মকর্তাদের অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হল।

সরকারি ওই আদেশ অনুসারে আনসার ক্যাডারের ১ম ব্যাচের (বিসিএস ১৯৮৪ ব্যাচ) কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস ও একেএম মিজানুর রহমান অতিরিক্ত মহাপরিচালক হন।

এ ছাড়া উপমহাপরিচালক হিসেবে পদোন্নতি পান নির্মলেন্দু বিশ্বাস, মো. সামছুল আলম, মো. ফিরোজ খান, নিমাই কুমার দাস ও মাহবুব উল ইসলাম।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি