ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

‘কয়লা চুরি হয়নি, সিস্টেম লস হয়েছে’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা চুরি হয়নি। সিস্টেম লসের কারণে কয়লার ঘাটতি হয়েছে বলে মন্তব্য করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিব উদ্দিন আহমদ।

আজ বুধবার দুদকের জিজ্ঞাসাবা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।      

তিনি জানান, তারা কোনো দুর্নীতি করেননি এবং কয়লা চুরি হয়নি। তদন্তের পরই প্রমাণ হবে তারা দুর্নীতি করেছেন কি না। তিনি কয়লার এই সিস্টেম লসের বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা–নিরীক্ষারও দাবি জানান।

কয়লা চুরি যাওয়ার ঘটনায় সাবেক এই এমডি ছাড়াও আরও সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তারা হলেন- সাবেক দুই কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়া ও মোশারফ হোসেন সরকার, মহাব্যবস্থাপক (জেনারেল সার্ভিস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স) জাহিদুল ইসলাম ও উপব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) একরামুল হক।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি