ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বাতিল হওয়া রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকের পরীক্ষা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রশ্নফাঁসসহ নানা অনিয়মের অভিযোগে বাতিল হওয়া রাষ্ট্র মালিকানাধীন আট ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৬ জানুয়ারি পরীক্ষার্থীদের একটি অংশের আন্দোলনের মুখে নিয়োগ পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত নেয় ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)।

তবে বিভিন্ন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতবারের পরীক্ষায় সিট প্ল্যান থেকে শুরু করে যেসব অনিয়ম চোখে পড়েছিল তা এবার নেই। এবার অনেক সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তবে গতবার প্রধান সমস্যা ছিল পরীক্ষার্থীদের সিট প্ল্যান নিয়ে। তাই পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৬১টি থেকে বাড়িয়ে এবার ৯১টি করা হয়।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি