ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয়: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৩:২০, ১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা আমার কাছে ভোগের কোনো বস্তু নয়। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আজীবন তাদের কল্যাণে কাজ করে যেতে চায়।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ৭ মার্চ ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করতে কাজ করছি। দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছি। জনগণকে উন্নত জীবন দেব, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করবো। রাজনৈতিক নেতা হিসেবে এটা আমাদের অঙ্গীকার। আর এই অঙ্গীকার আমাদের পূরণ করতে হবে।
তিনি আরও বলেন,‘ক্ষমতা আমার কাছে কোনো ভোগের বস্তু না, ক্ষমতা হচ্ছে দায়িত্ব পালন। কাজেই সেই দায়িত্বটাই পালন করতে চাই। আমি সব সময় মনে রাখি যে আমার বাবা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, তাই জনগণের সেবা করাটা আমার প্রথম কর্তব্য।’
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। এই নির্যাতিত মানুষের আশ্রয় দেওয়ার পরে বিশ্ববাসীর কাছে অনেক প্রশংসা পেয়েছি। এতো রোহিঙ্গা অন্য কোন দেশ আশ্রয় দিতে রাজি না থাকলেও আমরা আশ্রায় দিয়ে বিশ্ববাসীর কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করছি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান, প্রোভিসি নাসরিন আহমেদ, এম এ সামাদ উপস্থিত ছিলেন।
টিআর/
আরও পড়ুন