ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

নতুন ভোটার দেড় কোটি: দেবপ্রিয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিপিডির ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দেশে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন যুবক। তাদের উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ। দেশে নির্বাচনের প্রস্তুতি চলছে। বর্তমানে দেশে ১.৫ কোটি নতুন ভোটার। যা মোট ভোটারের ৩০%। গতবার যারা নতুন ভোট দিয়েছে তারা সহ এবার তিনকোটি নতুন ভোটার। নতুন ভোটারদের যুবকদের চিন্তার কথা শোনার জন্য, যুবকদের ভাবনাগুলোকে জানার জন্য ‘যুব সম্মেলন ২০১৮: বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০- তারুণ্যের প্রত্যাশা’ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী ১৪ অক্টোবর ঢাকায় এই সম্মেলন হবে। সম্মেলন উপলক্ষে এক প্রাক সম্মেলন মিডিয়া ব্রিফিং আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য।

সম্মেলনে ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য জানান, গ্রাম ও শহর উভয় এলাকায় বসবাসরত যুবকদের মাঝে এসডিজি`র বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও জ্ঞান বৃদ্ধি করা, জাতীয় উন্নয়ন সম্পর্কে যুব সমাজের আকাংখা ও প্রত্যাশা তুলে ধরার জন্য একটি আলোচনার ক্ষেত্র তৈরী করা, জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নীতিবিষয়ক বিতর্ক ও আলোচনায় যুব এজেন্ডাকে কার্যকরভাবে দৃঢ় করা এই সম্মেলনের উদ্দেশ্য।

প্রসঙ্গত, রূপান্তরমূখী এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং নাগরিক সমাজের যথাযথ অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে দেশের নাগরিক সমাজের উদ্যোগে ২০১৬ সালের জুন মাসে গঠিত হয়েছিল এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

বর্তমানে প্রায় শতাধিক উন্নয়ন প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছে। এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে এসডিজি সম্পর্কে অংশীজনদের মাঝে সচেতনতা বৃদ্ধি, বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখা এবং এ প্রক্রিয়ার জবাবদিহিতা নিশ্চিত করা।

নাগরিক প্ল্যাটফর্মটি গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক অনুষ্ঠানের আয়োজন করে। ২০১৭ সালে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা’ এবং ‘নাগরিক সম্মেলন ২০১৭: বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন - কাউকে পেছনে রাখা যাবে না’ শীর্ষক দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সংবাদ সম্মেলনে সিডিপি`র পক্ষ থেকে সাজ্জাদ মাহমুদ শুভ সম্মেলন নিয়ে একটি ভিডিও প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদনে জানানো হয়, এসডিজি কী, তা নিয়ে সচেতনতা সৃষ্টি করা ও তাতে যুব সমাজের সম্পৃক্ততা বাড়ানো এ সম্মেলনের লক্ষ্য।

এই সম্মেলনে ১,৫০০ যুবকের অংশগ্রহণ ঘটবে বলে জানানো হয়। প্রতিবেদনে আরো জানানো হয়, এই সম্মেলনে ঢাকার বাইরে থেকে আসবে ৪০% মানুষ। উপস্থিতির দিক থেকে সম্মেলনে নারী পুরুষের সমতা থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্জাদ মাহমুদ শুভ জানান, এই যুব সম্মেলনে সাতটি মৌলিক উপকরণ উঠে আসবে। সেগুলো হলো, যুব সংগঠন নিয়ে কাজ করছে এমন যুব সংগঠনগুলো সম্পর্কে জরিপ, ই লাইব্রেরী উদ্বোধন, যুব সমাজ ও তাদের কাজ সম্টর্কে বিস্তারিত তথ্য বিবরণী, কর্মসংস্থান সৃষ্টিতে যেসব বাধা আসে তা নিয়ে গবেষণা, যুব নির্ভর ২১ টি থিঙ্কের উপর পলিসি নির্ধারন, সরকার যুব সমাজ নিয়ে যে পর্যবেক্ষন ও এজেন্ডা নির্ধারণ করেছে তা প্রদর্শন ও ইতোপূর্বে সরকারের করা কাজগুলোর উপর ফলোআপ।

সাজ্জাদ মাহমুদ শুভ জানান, নাগরিক প্ল্যাটফর্মের এ আয়োজনে সরকার যথেষ্ট সহযোগিতা করছে। সম্মেলনকে কীভাবে সাজানো হয়েছে এমন প্রসঙ্গে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, সকালে সম্মেলন শুরুর পূর্ব অনুষ্ঠিত হওয়ার পূর্বে সাইকেল ও মেরাথন র‌্যালী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিয়ে প্রদর্শনী, আলাদাভাবে প্যারালাল সেশন, যুব ঘোষনাপত্রের উপর আলোচনা। যুবকদের বিভিন্ন বিষয় নিয়ে থাকছে এ্যাডভোকেসী মিটিং।

সম্মেলন থেকে যুব কাউন্সিল গঠনের প্রস্তাব আসবে বলে জানানো হয়। নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আব্দুল কুদ্দুস প্রিন্স জানান, দেশে সরকারী বেসরকারী পর্যায়ে যেসকল সংগঠন কাজ করছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ই লাইব্রেরীতে।

অ্যাকসন এইডের নাজমুল আহসান জানান, নির্বাচনী ইশতেহার নিয়ে যুব সমাজ কী ভাবছে তাদের কীভাবে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করা যায় তা নিয়ে যুব সম্মেলনে থাকবে প্যারালাল সেশন। ডিবেট ফেডারেশনের পক্ষ থেকে আবদুল্লাহ মুহাম্মদ শুকরানা জানান, যুব সম্মেলনে থাকছে বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা। ৩২ টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের দল নিয়ে এসডিজি নির্ভর বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে বিতর্ক।

সিডিপি`র পক্ষে আনিস পারভেজ জানান, যুবকদের আরো সৃজনশীল করার জন্য সম্মেলনে থাকছে আলোকচিত্র ও শর্টফিল্ম নির্মাণ প্রতিযোগিতা। শুধু মাত্র তিনটা বিষয়ের উপর নির্ভর করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। বিষয়গুলো হলো, উগ্রবাদের বিরুদ্ধে তারুণ্য, তরুণদের প্রযুক্তি উদ্ধাবন ও মাদকের বিরুদ্ধে যু্ব সমাজ।

আ আ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি