ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

জাতির পিতার আদর্শই উন্নয়নের ম্যাজিক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক দেশ গঠনে এই বিনিয়োগ ভূমিকা রাখবে। জাতির পিতার আদর্শই উন্নয়নের ম্যাজিক বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীদের এমন উষ্ণ অভ্যর্থনায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে প্রধানমন্ত্রী। নিজের প্রিয় ক্যাম্পাসে পা রেখে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা।

পরে, রোকেয়া হলে নব নির্মিত ৭ মার্চ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরিদর্শন করেন মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালা ৭ মার্চ জাদুঘর।

৭ মার্চ হল মিলনায়তনে অনুষ্ঠানে ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর দেয়া ভাষণের গুরুত্বের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

তরুণ প্রজন্মকে আগামী দিনের নেতৃত্ব দিতে প্রস্তুত হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, শিক্ষাখাতে ব্যয়কে বিনিয়োগ মনে করেন তিনি।

বিভিন্ন দেশ বাংলাদেশের উন্নয়নের রহস্য জানতে চায় উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা জানান, জাতির জনকের আদর্শই উন্নয়নের প্রকৃত পথ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি