সরকার দেশের উন্নয়নে কাজ করছে : মোশাররফ হোসেন
প্রকাশিত : ২০:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০০:০৯, ৮ সেপ্টেম্বর ২০১৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। একসময় সারা বাংলাদেশের বাজেট ছিল সাত হাজার কোটি টাকা। বর্তমানে শুধু পিরোজপুর জেলায় দুই হাজার কোটি টাকার কাজ চলছে। ভাণ্ডারিয়া উপজেলায় এক হাজার আটশ দুই কোটি টাকার কাজ চলছে। দেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ। শুক্রবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আরও বলেন, আপনারা খুব ভাগ্যবান যে আনোয়ার হোসেন মঞ্জুর মতো একজন শক্তিশালী ও বড়মাপের মানুষ পেয়েছেন। যিনি সবসময় এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন। তিনি ভাণ্ডারিয়া উপজেলাকে জেলার সমমানে রূপান্তরিত করেছেন।
মোশাররফ হোসেন আরও বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। একসময় সারা বাংলাদেশের বাজেট ছিল সাত হাজার কোটি টাকা। বর্তমানে শুধু পিরোজপুর জেলায় দুই হাজার কোটি টাকার কাজ চলছে। ভাণ্ডারিয়া উপজেলায় এক হাজার আটশ দুই কোটি টাকার কাজ চলছে। দেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমির সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পানি সম্পদমন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি)-এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দারসহ আরও অনেকে।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমি ৩২ বছর আপনাদের সঙ্গে আছি এবং একটি কথাই বলেছি- উন্নয়নের কোনও বিকল্প নেই, দলমত নির্বিশেষে এলাকার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, উন্নয়নকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন- এলজিইডির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
তথ্যসূত্র: বাসস।
এসএইচ/
আরও পড়ুন