জবির প্রাক্তন ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের বার্ষিক পুনর্মিলনী
প্রকাশিত : ২১:০৯, ৭ সেপ্টেম্বর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯৯১-৯২ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মতিঝিলের এক রেস্তোরাঁয় জবির প্রাক্তন ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃআলী নূর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা দেশের মধ্যে চ্যাম্পিয়ন বিভাগ হতে চাই। আমাদের বিভাগ থেকে ইতোমধ্যে অনেক সফলতা এসেছে। তিনি আরও বলেন,আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।আমরা গরিব শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক ড.শওকত জাহাঙ্গীর, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.লিয়াকত হোসেন মাহমুদ। এই নিয়ে সংগঠনটি তৃতীয় বারের মতো তাদের প্রাক্তন শিক্ষার্থীর বার্ষিক পুনর্মিলনী আয়োজন করেছে।
অনুষ্ঠানে মহিদুর রহমান পলকের সভাপতিত্বে মোঃ আবু ইউসুফ দেওয়ানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন মোঃ আবুল হাসনাত। অনুষ্ঠানে ১৯৯১-৯২ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমজে/
আরও পড়ুন