বঙ্গবন্ধুর সরকারের উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল জিয়া
প্রকাশিত : ১২:২৭, ৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩২, ৮ সেপ্টেম্বর ২০১৮

কৃষিবিদ ইনস্টিটিউশন ৬ষ্ঠ জাতীয় কনভেনশন উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।
বঙ্গবন্ধুর সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছিল জিয়া সরকার। জিয়া-এরশাদ-খালেদা জিয়া সবাই বঙ্গবন্ধুর কৃষি নীতি লংঘন করেছে। তাদের সবার চিন্তা ছিল বৈরি।
আজ সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিবিদ ইনস্টিটিউশন ৬ষ্ঠ জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সরকার কৃষিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন শুরু থেকেই। তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন ১৯৭৩ সালে। তিনি বঙ্গবন্ধু কৃষি পুরস্কার তহবিল চালু করেছিলেন। কৃষকদের ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন।
তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে জাতির জনক যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এর ফলে দেশে এক ইঞ্চি জমিও কিন্তু অনাবাদী থাকে নি। যার যতটুকু জমি ছিল তা আবাদ করা শুরু করে। এর সুফল পেতে শুরু করে মানুষ। আমরা খুব দ্রুত এগিয়ে যাই। আমাদের দুভার্গ্য পচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর যারা ক্ষমতায় আসে এ দেশের মানুষকে শোষন, নির্যাতন ও অত্যাচার করাই ছিল তাদের কাজ। কারণ তারা সংবিধান লংঘন করে ক্ষমতায় এসেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে। তাদের লক্ষ্যটাই ছিল ব্যবসা। তারা দেশে উৎপাদন বাড়ুক এটি চায় নি। এজন্য তারা বিএডিসি বন্ধ করে দিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন, বীজ ও কৃষি জমি ব্যবস্থাপনা, কৃষিঋণ সবকিছুর ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু। জাতির পিতার সেই ব্যবস্থাগুলো নষ্ট করে দিয়েছিল পরবর্তী সরকাগুলো। সেটা জিয়া, এরশাদ ও খালেদা জিয়া সরকার। তাদের সবার চিন্তা ছিল বৈরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, কৃষক লীগের সাবেক সভাপতি ড. মির্জা জলিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রমুখ। অনুষ্ঠানে কৃষি সেক্টরে অনন্য অবদান রাখায় কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
/ এআর /
আরও পড়ুন