ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সারের জন্য জীবন দিতে হয়েছিল ১৮ কৃষককে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া-এরশাদ ও খালেদা জিয়ার সরকারগুলোর চিন্তা ছিল বৈরি। যে কারণে আপনারা দেখেছেন যে, সারের দাবিতে ১৮ জন কৃষককে গুলি খেয়ে জীবন দিতে হয়েছিল। জানি না এমন ঘটনা আর কোথাও ঘটেছে কি-না। আজকের বাংলাদেশে সারের জন্য কৃষককে ধর্না দিতে হয় না। কৃষককে কৃষি উপকরণ কার্ড দেওয়া হয়েছে। কৃষকের দোঁড়গোড়ায় পৌছে যাচ্ছে সার-বীজ-কীটনাশক।

আজ সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিবিদ ইনস্টিটিউশন ৬ষ্ঠ জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিক্ষেত্রে তাঁর সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ ২ কোটি ৮ লাখ ১৩ হাজার ৪৭৭ জন কৃষক কৃষি উপকরণ কার্ড পেয়েছে। তাঁদের কাছে কৃষি উপকরণ পৌছে যাচ্ছে। এছাড়া আমরা কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি। ১ কোটির মতো কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খোলেছে। তাদের ভতুর্কির টাকা সরাসরি তাদের কাছে গিয়ে পৌছছে।

আমরা সরকারে এসে তিন দফায় সারের দাম কমিয়েছি। যাতে করে আমার কৃষক উৎপাদন বাড়াতে পারে। বর্গাচাষীরা ব্যাংক ঋন পেত না। আমরাই প্রথম বর্গাচাষীদের ব্যাংক ঋন দেওয়ার ব্যবস্থা করি। যার সুফল ভোগ করে কৃষকরা। বাংলাদেশ প্রথম ১৯৯৮ সালে খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, কৃষক লীগের সাবেক সভাপতি ড. মির্জা জলিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রমুখ। অনুষ্ঠানে কৃষি সেক্টরে অনন্য অবদান রাখায় কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি