ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

অক্টোবরে সংসদের আরেকটি অধিবেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সংসদের ২২তম অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হয়। অধিবেশন চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর এ সরকারের আমলে সর্বশেষ আরেকটি সংসদ বসবে আগামী অক্টোবর মাসে।  

আজকের সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অধিকাংশ মন্ত্রী-এমপি উপস্থিত ছিলেন। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।     

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। বৈঠক সূত্র জানায়, অক্টোবরে আরেকটি অধিবেশন বসবে। তবে কত তারিখে বসবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে সংসদের ২১তম অধিবেশন ১২ জুলাই শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল ২৫টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি