ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

চবিতে ভর্তির আবেদন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের অধীনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইউনিটের মাধ্যমে আবেদন করতে পারবে। ভর্তির আবেদন চলবে ১৩ সেপ্টেম্বর থেকে আগামী ৬ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপাচার্য জানান, আগামী ৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর , ‘খ’ ইউনিটে ২৯ অক্টোবর , ‘গ’ ইউনিটে ২৭ অক্টোবর , ‘ঘ’ ইউনিটে ২৮ অক্টোবর এবং উপ-ইউনিটগুলোতে ৩১ অক্টোবর যথাক্রমে সকাল ১০টা ও দুপুর ২টা ৩০ মিনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কমিটির সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী ২টির বেশি ইউনিটে আবেদন করতে পারবেন না।

জেইউ/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি