ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বাংলাদেশে চালু এস্তোনিয়া প্রজাতন্ত্রের কনস্যুলেট অফিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে চালু হয়েছে এস্তোনিয়া প্রজাতন্ত্রের কনস্যুলেট অফিস। সম্প্রতি রাজধানীর বনানীর সাফুরা টাওয়ারের নবম তলায় এই কনস্যুলেট অফিস চালু করে এস্তোনিয়া প্রজাতন্ত্র।

আনুষ্ঠানিকভাবে ঢাকায় কনস্যুলেট অফিসের উদ্বোধন করেন রিপাবলিক অফ এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোয়েন মিক্সার।

বাংলাদেশে এস্তোনিয়ার অনারারী কন্সাল সৈয়দ ফারহাদ আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এই অনুষ্ঠানে দেশী ও বিদেশী বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সোয়েন মিক্সার তার অনুভূতি প্রকাশ করে বলেন, “বাংলাদেশে এস্তোনিয়ার অনারারী কন্সাল দুই দেশের মধ্যে ব্যবসা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সংযোগ স্থাপনের পাশাপাশি এস্তোনিয়ার নাগরিকদের কনস্যুলার সহায়তা প্রদান করবে। সৈয়দ ফারহাদ আহমেদ এস্তোনিয়ার একজন প্রকৃত বন্ধু এবং আমি এখানে আসতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি”।

এসময় সৈয়দ ফারহাদ আহমেদ বলেন, “বাংলাদেশে এস্তোনিয়ার কনস্যুলেট অফিস খুলতে পেরে আনন্দিত ও অত্যন্ত গর্বিত। আমি সত্যিকার অর্থেই বিশ্বাস করি, এটি বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে একটি দৃঢ় ও অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে”।

কনস্যুলেট অফিস উদ্বোধনের পর সোয়েন মিক্সারের সম্মানে ওয়েস্টিন ঢাকায় একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি