ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

উপ সচিব হলেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৩৬, ২৫ অক্টোবর ২০১৮

উপ-সচিব পদে ২৫৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের এ পদোন্নতি দেওয়া হলো। প্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিবের পর এবার উপ-সচিব পদে পদোন্নতি দিলো সরকার।

বুধবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে থাকা ৭ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির পর এখন উপ-সচিবের সংখ্যা হলো এক হাজার ৬১৯ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, উপ-সচিবের নিয়মিত পদ এক হাজার ৬টি।

উপ-সচিব পদে পদোন্নতির মাধ্যমে আগামী নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনে তিন স্তরে পদোন্নতির সিদ্ধান্ত চূড়ান্ত হলো। এর আগে গত ২৯ আগস্ট ১৬৩ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও ২০ সেপ্টেম্বর ১৫৪ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

 ‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নিতে হবে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা

>> তালিকা-১
>> তালিকা-২

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি