ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

২০২১সালে বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত: শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:৫৮, ২৭ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।

আজ শনিবার সকালে পটুয়াখালীতে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তৈনি স্বপ্নের ঠিকানা প্রকল্পের চাবি ও দলিল হস্তান্তরসহ ২১টি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্নজয়ন্তী পালন করবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও পালন করা হবে। একই সময়ে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সমৃদ্ধ দেশ।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষ্য শিগগিরই বাস্তবায়ন হবে বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, এখানে এনএলজি টার্মিনাল নির্মাণ করা হবে।

শেখ হাসিনা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রটি হলে দক্ষিণাঞ্চলের চেহারা বদলে যাবে। এখানে প্রচুর শিল্পকারখানা হবে। বহু মানুষের কর্মসংস্থান হবে। দারিদ্র দূর হবে। প্রচুর বিনিয়োগ হবে। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে।

অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয় উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে পটুয়াখালী পৌছান শেখ হাসিনা। বেলা ১১টা ৪০ মিনিটে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ‘স্বপ্নের ঠিকানা’র ঠিকানার চাবি ও দলিল তুলে দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এছাড়া সরকারের বিভিন্ন সংস্থার মোট ২১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

আরো পড়ুন : ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকল্পের ফলক উন্মোচনের মধ্যে রয়েছে- পটুয়াখালী সরকারি কলেজে নবনির্মিত ১৩২ আসনবিশিষ্ট পাঁচতলা ছাত্রীনিবাস নির্মাণ, পটুয়াখালী সরকারি কলেজে নবনির্মিত একাডেমিক কাম-এক্সামিনেশন হল নির্মাণ, হাজি আক্কেল আলী হাওলাদার কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, ইসহাক মডেল ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, কুয়াকাটা খানাবাদ কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, জালাল উদ্দিন কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, সুবিদখালী ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, দুমকি জনতা ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন নির্মাণ, দুমকি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র, ক্ষমতা ১০/১৪ এমভিএ, পায়রা সমুদ্রবন্দরের শেখ হাসিনা সড়ক, সার্ভিস জেটি, মসজিদ, পায়রা অফিসার্স গেস্ট হাউজ ও স্টাফ ডরমিটরির উদ্বোধন।

এছাড়া পটুয়াখালী সরকারি কলেজে পাঁচতলা বিজ্ঞান ভবন, মির্জাগঞ্জে কাঠালতলি জিসি-পটুয়াখালী বেতাগী আরএসডি (থানা ব্রিজ) সড়কের শ্রীমন্তী নদীর উপর ৯৬ মিটার ব্রিজ, উপজেলায় পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ কেন্দ্র (তৃতীয় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, মির্জাগঞ্জ উপজেলায় পর্যায়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, পায়ারা সমুদ্র বন্দরের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এলাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

বিকালে কলাপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি