ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫

হারবালের নামে ক্যামিকেলযুক্ত যৌন উত্তেজক ওষুধ বাজারে [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১৯, ২৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের বাজারে হরহামেশা বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ। ইউনানী, হোমিও আর হারবালের নামে বাজারে ছাড়া হচ্ছে প্রাণঘাতি ক্যামিকেলযুক্ত যৌন উত্তেজক ওষুধ।

রোগ নিরাময়ের পরিবর্তে এ’সব ওষুধ হয়ে উঠছে প্রাণঘাতি। ওষুধ প্রশাসন থাকলেও নেই যথাযথ নজরদারি। বিশেষজ্ঞরা বলছেন, এ’সব ওষুধ সেবনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

দেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি অন্তত ১২৩টি দেশে রপ্তানী হচ্ছে বাংলাদেশের ওষুধ। এলোপ্যাথিক ওষুধ শিল্পে যতটা উন্নতি হয়েছে, ঠিক ততোটাই পিছিয়ে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধ শিল্প।

ওষুধ শিল্পের বিকাশ ঘটলেও নেই যথাযথ নজরদারি। বিশেষ করে আয়ুর্বেদিক ও হোমিও ওষুধের গুণগত মান যাচাইয়ে ঘাটতি রয়েছে।

রাজধানীর বেশ কয়েকটি ওষুধ কারখানায় গিয়ে দেখা যায় বেহাল দশা। কোন ধরণের মান নিয়ন্ত্রণ ছাড়াই চলে ওষুধ তৈরি ও বাজারজাত করণ। আর বেশি লাভের আশায় বাজারে সরবরাহ করা হচ্ছে মানহীন যৌন উত্তেজক ওষুধ।

এক শ্রেণীর অসাধু ব্যবসায়ি বাজারে ছাড়ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ-ও। এর মাধ্যমে অনেক মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। হরহামেশা মিলছে ক্যান্সারের নকল কেমো।

কোন ধরণের অনুমোদন ছাড়াই কলিকাতা হারবাল নামে দোকানে দোকানে বিক্রি হয় যৌন উত্তেজক ক্ষতিকর ওষুধ।

এছাড়া, রাজধানীর ফুটপাত ও জনাকীর্ন স্থানে মানহীন যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি মানুষের সঙ্গে প্রতারণা। মানহীন ওষুধের ব্যাপারে ক্রেতাদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ভিডিও:https://youtu.be/m8tFzxjJWJ4


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি