তাজরিন ট্র্যাজেডির ৬ বছর
নিশ্চিত হয়নি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ
প্রকাশিত : ১৭:৩৪, ২৪ নভেম্বর ২০১৮

তাজরিন ফ্যাশনস ট্র্যাজেডির ৬ বছর আজ। ২০১২ সালের এই দিন আশুলিয়ার তাজরিন গার্মেন্টেসের আগুনে ১১৩ শ্রমিক প্রাণ হারান। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এসময় হতাহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপুরণের দাবি জানানো হয়।
২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন গার্মেন্টেসে অগিুকাণ্ডে ১১৩ শ্রমিক প্রাণ হারায়। আহত হন আরও বহু মানুষ। এদিনে নিহতদের স্মরণ করা হয় কারখানার গেটের সামনে।
সকাল থেকে নিশ্চিন্তপুর এলাকার তাজরিন ফ্যাশনের সামনে জড়ো হন শ্রমিকরা। একে একে বিভিন্ন সংগঠনের ব্যানারে ফুল দেওয়া হয় সেখানে।
পরে সমাবেশে শ্রমিক নেতারা বলেন, তাজরিন ট্র্যাজেডির ৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
স্থানীয়রাও মনে করেন ভুক্তভোগি শ্রমিকদের পূনর্বাসন করা প্রয়োজন। কারখানাটি পুরনায় চালু করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবি তাদের।
এসএইচ/
আরও পড়ুন