ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

জাতীয় সম্মেলন সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত : ১৫:৩১, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩১, ২৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জাতীয় সম্মেলন সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির স্বেচ্ছাসেবক উপকমিটির সদস্য সচিব বাহাউদ্দিন নাছিম। শনিবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে কমিটির সভায় সম্মেলন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। একই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এবারের সম্মেলন একটা ঐতিহাসিক দৃষ্টান্ত সৃষ্টি হবে। এজন্য সবাইকে শৃংখলা বজায় রাখার ব্যাপারে সজাগ থাকার আহবান জানান তারা। এদিকে, রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যে করে হোক বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি