ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৬:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:০৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিন উপলক্ষে সকালে শেখ হাসিনাকে লেখা শুভেচ্ছা বার্তায় মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বেরও প্রশংসা করেন। বুধবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির ৭০ তম জন্মদিনে ঢাকায় ভারতীয় দূতাবাস মোদির শুভেচ্ছা বার্তা প্রকাশ করে। শেখ হাসিনাকে লেখা বার্তায় মোদি বলেন, জন্মদিনে আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ভারতের প্রধামন্ত্রী বলেন, ’’আপনার সাহসী নেতৃত্ব বাংলাদেশের জনগণকে কঠিন সময়েও আশার আলো দেখিয়েছে।’’ উন্নয়ন থেকে নিরাপত্তা সবক্ষেত্রেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে শান্তি ও সমৃদ্ধির পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান মোদি। আগামী মাসে ভারতের গোয়ায় ব্রিকস সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতির অপেক্ষায় থাকার কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি