ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

এমবিবিএস ও বিডিএস ভর্ত্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত প্রতিষ্ঠান স্থায়ী ভাবে বন্ধ করবে সরকার

প্রকাশিত : ১৭:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আসন্ন এমবিবিএস ও বিডিএস ভর্ত্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জাল-জালিয়াতির সাথে কোন কোচিং সেন্টারের যুক্ত থাকার প্রমান পেলে, সে প্রতিষ্ঠান গুলো স্থায়ী ভাবে বন্ধ করবে সরকার। সচিবালয়ে, সংবাদিকদের সাথে মতবিনিময়ের সময়, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এ সরকারের এ অবস্থানের কথা জানান। প্রশ্নপত্র প্রণয়ন, ছাপানো ও পরিবহন এবং পরীক্ষা পরিচালনার, প্রতিটি ধাপেই সর্তকতা ও নিরাপত্তা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বিধায়, প্রশ্ন ফাস হবার কোন শংকা নেই; তাই অভিভাবকদের কোন গুজবে কান না দিতে অনুরোধ জানান স্বাস্থ্য মন্ত্রী। পাশাপাশি, নীতিমালা না মেনে, যে সব বে-সরকারী মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে, প্রয়োজনের সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করার মত সিদ্ধান্তে যেতেও, পিছপা হবে না বলে হুশিয়ারী দেন মোহাম্মদ নাসিম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি