ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

আটক ৫ মহিলা জঙ্গির নামে মামলা দায়ের

প্রকাশিত : ১৭:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী থেকে আটক পাঁচ মহিলা জঙ্গির নামে মামলা করেছে পুলিশ। বুধবার সকালে বোয়ালখালী থানার এসআই শাহাবুদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে পূর্ব গোমদন্ডী এলাকার একটি বাড়িতে বৈঠকের সময় পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জেহাদী বই জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা জামায়াতের সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার সদস্য বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রামের বিভিন্নস্থান থেকে জড়ো হয়ে তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি