ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

যারা নির্বাচনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তারাই জঙ্গিবাদের মূল হোতা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

যারা নির্বাচনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তারাই জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রবাসীদের আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় জঙ্গিবাদের বিরুদ্ধে প্রবাসীদের কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা। জন্মদিন হলেও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে ছিল না কোনও আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন। বলেন, যারা যুদ্ধাপরাধীদের সমর্থন দিচ্ছে, যারা নির্বাচনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারাই জঙ্গিবাদের মূল হোতা। তাদের বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় জঙ্গিবাদ দমনে প্রবাসীদেরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়া  সংকটকালীন সময়ে দলের পাশে থাকার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি