ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

হান্নান শাহের নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি নেতা হান্নান শাহের জানাজা অনুষ্ঠিত হয়। সংসদে হান্নান শাহের জানাজায় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বিএনপি নেতা শামসুজ্জামান দুদুসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে মহাখালীর ডিওএইচএসে তার আরও একটি জানাযা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার <ঁ>দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরো একটি জানাযা অনুষ্ঠিত হবে। এরআগে বুধবার সন্ধ্যায় তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। রাতে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়। ঢাকা ও গাজীপুরে একাধিক জানাজা শেষে শুক্রবার তাঁর মরদেহ গাজীপুরে দাফন করার কথা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি