ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

আওয়ামী লীগের জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২২ অক্টোবর

প্রকাশিত : ১১:০৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:০৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের ২০তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২২ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে সাড়ে ৬ সহস্রাধিক কাউন্সিলর, ২৭টি গণতান্ত্রিক দেশের দেড় শতাধিক রাজনীতিক, ৩০ হাজার  ডেলিগেট এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অভ্যন্তরিন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকবেলায় অভিজ্ঞ, দক্ষ ও ত্যাগী নেতারাই নতুন কমিটিতে স্থান পাওয়ার আশা করছেন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গঙ্গার পানি বন্টন চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি, সমুদ্রসীমা জয়, ছিটমহল বিনিময় আর খাদ্যে সয়ং সম্পূর্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের সঙ্গে জড়িয়ে রয়েছে আওয়ামী লীগের নাম। প্রাচীন দলটির জাতীয় সম্মেলনে থাকবে ভবিষ্যত রাজনীতির  দিকনির্দেশনা। পাল্টে যাওয়া বিশ্বে প্রতিদিন তৈরী হওয়া নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞ, কর্মদক্ষ ও ত্যাগী নেতাদের নিয়েই নতুন কমিটি হবে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরিবর্তন আসছে গঠনতন্ত্রে, বাড়ছে পদ ও কমিটির আকার। ি২৭টি গণতান্ত্রিক দেশের দেড় শতাধিক রাজনীতিকের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলেই মনে করেন তারা। জাতীয় সম্মেলনকে স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ করতে দলটিতে চলছে জোর প্রস্তুতি। সাজসজ্জায় ব্যাস্ত সময় পার করছেন দায়িত্বপ্রাপ্তরা। দলের ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি সরকারের সাফল্যগাথা এবং বিএনপি-জামায়াতের ভয়াল নাশকতার তথ্য-প্রমাণভিত্তিক পোস্টার-ব্যানার-সিডি আর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার যোগাবে ভিন্ন মাত্রা ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি