ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

জার্মানির ফুটবলার পের মারটিজাকার জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:৫০, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পের মারটিজাকা। জার্মানির পেশাদার ফুটবলার। বর্তমনাসে আর্সেনালের জার্সিতে খেলছেন এই তারকা ফুটবলার। ১৯৮৪ সালে আজকের এই দিনে ওয়েস্ট জার্মানির হ্যানওভার শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক ও সহকর্মীদের কাছে পের মারটিজাকা নামেই জানেন তাকে। খুব কম সময়ে ফুটবলে দারুণ নৈপূর্ণ্য দেখিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। ১৯৮৮ সালে প্রথশ ফুটবল খেলা শুরু করেন টিএসভি পাটেনসেন ক্লাবে সঙ্গে। যুব ক্যারিয়ারে পাটেনসেন ক্লাবে খেলেন সাত মৌসুম। এরপর যোগ দেন হ্যানওভার ক্লাবে । যুব ক্যারিয়ারে ২০০৩ সাল পর্যন্ত খেলে নতুন করে মাঠে নামেন বয়সভিত্তিক দলেও। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেন ৭৪টি ম্যাচ। ২০০৬ সালে নতুন করে চুক্তিবদ্ধ হন ওয়েডার ব্রেমেন দলে। এই ক্লাবের জার্সিতে ২০১১ সাল পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৪৬টি। আর ২০১১ সাল থেকে খেলে যাচ্ছেন আর্সেনালের হয়ে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সব চেয়ে বেশি ম্যাচ। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের হয়েও আলো ছড়ান এই দক্ষ ফুটবলার। খেলেন জার্মান অনুর্ধ্ব-২০ ও ২১ দলে। আর ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেন জার্মানির জাতীয় দল্ধেসঢ়;। ২০১৪ সালে বিশ্বকাপ জিতার পর জাতীয় দল থেকে অবসরে যান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি