ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

তামাক নিয়ন্ত্রন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং তামাকের ব্যবহার কমাতে হবে

প্রকাশিত : ১৯:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

যক্ষা নির্মূল করতে তামাক নিয়ন্ত্রন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং তামাকের ব্যবহার কমাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম। রাজধানীতে এক সেমিনারে এ’কথা বলেন তিনি। সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, ধুমপায়ী যক্ষা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিষেধক ঠিকভাবে কাজ করে না। এমনকি পরোক্ষ ধুমপায়ীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। দেশে ১৫ বছরের বেশি বয়সের মানুষের মধ্যে ৪৩ শতাংশই তামাক ব্যবহার করে। তামাক নিয়ন্ত্রণ আইন ঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় দিনদিন এই হার বাড়ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি