ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

পরিবেশ রক্ষার জন্য ফান্ড গঠন

প্রকাশিত : ১৯:৪০, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পরিবেশ রক্ষার জন্য সরকার ফান্ড গঠন করছে বলে জানালেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে বন ভবনে আন্তজাতিক ওজোন দিবস উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, গত দুই দশক ধরে সরকারের প্রচারনার ফলে বাংলাদশের সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সমস্পর্কে সচেতনতা সৃষ্টি হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন রাসায়নিক দ্রব্য ওষুধ শিল্পসহ অন্য শিল্পে ব্যবহার না করার আহবান জানান। পরে মন্ত্রী আন্তজার্তিক ওজন দিবস উপলক্ষে চিত্রাংক প্রতিযোগিতায় অংশগ্রহন কারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি