ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

গাজীপুরের টাম্পাকো কারখানায় ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজে ডগ স্কোয়াড

প্রকাশিত : ১৯:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানায় ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজে সেনাবহিনীর ডগ স্কোয়াডকে কাজে লাগানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে প্রশিক্ষিত ৪টি কুকুর নিয়ে অভিযান চালালেও আর কোনো মৃতদেহের সন্ধান পায়নি। গেলো ১০ সেপ্টেম্বর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণে আগুন ধরে গেলে চারটি ভবনের তিনটি ধসে পড়ে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বং¯তূপ অপসারণ ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবনের ভেতরে থাকা রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করছে উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে শনাক্ত না হওয়ায় ১০টি মৃতদেহ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এখনও নিখোঁজ রয়েছে ১১ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি