ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

প্রাইম মুভার ধর্মঘটে আমদানি রপ্তানি কার্যক্রম বিপর্যস্ত

প্রকাশিত : ১৯:০৯, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৯, ২৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

টানা চারদিনের প্রাইম মুভার ধর্মঘটে বিপর্যস্ত হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে কোটি কোটি টাকা ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা। এদিকে সমস্যা সমাধানে প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে বৈঠক করেছে জেলা প্রশাসন। ৩৩ টনের বেশি ওজনের কোনো প্রাইম মুভার মহাসড়কে চলতে পারবে না, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এমন নিষধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে গেল সোমবার থেকে পণ্যবাহী কন্টেইনার পরিবহন বন্ধ করে দেয় প্রাইম মুভার ট্রেইলার মালিকরা। এতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে ভয়াবহ কন্টেইনার জট। এদিকে পরিবহন মালিকদের টানা ধর্মঘটে আমদানী-রফতানী পণ্য বোঝাই নিয়ে মারাতœক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। দেশের অর্থনীতিকে জিম্মি করে দাবী আদায়ের এমন প্রক্রিয়ায় রপ্তানিখাত মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে মনে করছেন তারা। এদিকে সমস্যা সমাধানে দুপুরে সার্কিট হাউজে প্রাইম মুভার মালিক শ্রমিকদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক। দেশের অর্থনীতির স্বার্থে বন্দর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি