ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:১৪, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৪, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রায় দেড় ঘণ্টা বিলম্বে কিছুক্ষণ আগে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে এমিরেটসের উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি দেড় ঘণ্টা দেরিতে পৌঁছবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম। আগের সময়সূচি অনুযায়ী ইকে ৫শ’ ৮৬ নম্বর ফ্লাইটটি আসার কথা ছিল আজ বিকেল ৫টা ২০ মিনিটে। জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজটি দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। সেখানকার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেটি দুপুর ১২টা ১৪ মিনিটে ছেড়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি