ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১০:৪৫, ২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৫, ২ অক্টোবর ২০১৬

তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। এই ম্যাচ জয়ে ওয়ানডেতে শততম জয়ের মাইলফলকে পৌঁছাল টাইগাররা। আর একই সাথে দেশের মাটিতে টানা ষষ্ঠ সিরিজ জিতে লাল সবুজের পতাকা উঠলো অন্য উচ্চতায়। টাইগারদেরকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনিংসের ৩৪তম ওভারে শফিউলের পঞ্চম বলে, আফগানিস্তানের শেষ ব্যাটসম্যান দৌলত জামানের ক্যাচ নিয়েই উল্লাসে মাতে বাংলাদেশ। সেই সঙ্গে ওয়ানডেতে শততম ম্যাচ জয়ের স্বাদ পেল টাইগাররা। এর আগে সিরিজ জয়ের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলপতির। ওপেনিংয়ে ব্যার্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না সৌম্য সরকার। উইকেট কিপারকে সহজ ক্যাচ দিয়ে মাত্র ১১ রানে নিজের উইকেট বিসর্জন দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর পরের গল্পটা শুধুই সাব্বির আর তামিমের। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪০ রান করে বড় স্কোরের ভীত গড়েন এই দুই কুশলী ব্যাটসম্যান। ওডিআইতে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরী পূর্ন করে ৬৫ রানে প্যাভিলিয়নে ফেরত যান সাব্বির। তবে, অন্য প্রান্তে নান্দনিক ব্যাটিংয়ের অসাধারণ প্রদর্শনী অব্যহত ছিল তামিমের। দৃষ্টিনন্দন ব্যাটিং ঝলক দেখিয়ে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন এই ড্যাশিং ওপেনার। দলের পক্ষে সর্বোচ্চ ১১৮ রান করার পথে ১১টি চার আর ২টি দর্শনীয় ছয়ের মার ছিল তামিমের ইনিংসে। শেষ দিকে আলো ছড়াতে পারেননি সাকিব, মুশফিক ও মোসাদ্দেক। ভাল করতে পারলেন কই দলপতি মাশরাফি ও আট বছর পর ওয়ানডেতে সুযোগ পাওয়া মোশরাফ রুবেল। স্লগ ওভারে মাহমুদুল্লার অপরাজিত ৩২ এ ২৭৯ রানের লড়াকু পুঁজি গড়ে স্বাগতিকরা। জয়ের জন্য ২৮০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট আফগানদের। মাশরাফির বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরলেন মোহাম্মদ শাহজাদ। মাঝে কিছুটা প্রতিরোধের চেষ্টা নওরোজ মঙ্গলের। তবে, মোশারফ রুবেলের জোড়া আঘাতে আবারো ব্যাকফুটে আফগানিস্তান। এরপর শুধুই যাওয়া আসার মিছিল। মাঝে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করা রহমত শাহ হাল ধরার চেষ্টা চালান। তবে, বাংলাদেশের স্পিন আর পেস অ্যাটাকে বিপর্যস্ত আফগান ব্যাটিং লাইন। শেষ দিকে টেল এন্ডারদের মারমুখি ব্যাটিং শুধুই পরাজয়ের ব্যাবধান কিছু কমালেও ১৩৮ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। বাংলাদেশের পক্ষে মোশররফ রুবেল নেন ৩ উইকেট। এছাড়া তাসকিন ২, মাশরাফি, শফিউল ও মোসাদ্দেক নিয়েছেন একটি করে উইকেট।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি