ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতি চলছে দিনাজপুরের পূজামন্ডপগুলোতে

প্রকাশিত : ১১:১০, ২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১০, ২ অক্টোবর ২০১৬

শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসায় তোড়জোড় চলছে দিনাজপুরের পূজামন্ডপগুলোতে। রংতুলির আঁচড়ে দেবীকে রাঙিয়ে তোলার পাশাপাশি চলছে সাজসজ্জার কাজ। এদিকে হাতের কাজ শেষ করতে কারিগরদের পাশাপাশি তদারকিতেও সমানতালে ব্যস্ত আয়োজকরা। প্রতিমার অবয়ব প্রায় প্রস্তুত, মন্ডপে মন্ডপে চলছে রং ও সাজসজ্জার কাজ। দিনাজপুরে এবছর প্রায় ১২শ মন্ডপ ও মন্দিরে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা কারিগরের সংকট থাকায় দিন রাত ব্যস্ত থাকতে হচ্ছে জেলার গুটিকয় কারিগরকে। দেবীর রূপ দিতে তবু ক্লান্তি নেই তাদের। সবসম্প্রদায়ের মানুষের সহযোগিতায় দুর্গোৎসব অন্য বছরগুলোর তুলনায় আরো প্রানোবন্ত করায় সচেষ্ট আয়োজকরা। উৎসবকে সার্বজনীন, শান্তিপুর্ণ ও আনন্দময় করতে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দেবীর কাছে দেশের শান্তি ও কল্যাণ কামনার অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি