ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

মেহেরপুরের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১২:০২, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:০২, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পূর্ব শত্রুতার জেরে মেহেরপুরের গাংনীর থানাপাড়ায় ইটভাটা ব্যবসায়ী আবুল খয়েরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের স্বজনেরা জানান, শনিবার রাতে দোকানে কাজ শেষে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন আবুল খয়ের। বাড়ির কাছাকাছি ওলিনগরে এলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পূর্বশত্রতা ও চাঁদার দাবিতে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে রাতেই একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি