ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ব্রাজিলের ফুটবলার ফ্রেডারিকো কেভসের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:১৩, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:১৩, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ফ্রেডারিকো কেভস। ব্রাজিলের পেশাদার ফুটবলার। বর্তমানে আতলেটিকো মিনেইরো ক্লাবে খেলছেন এই স্ট্রাইকার। ১৯৮৩ সালে আজকের এই দিনে ব্রাজিলের টেফিলো অটোনি শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম ফ্রেডারিকো কেভস গেদস। তবে, সবার কাছে ফ্রেড নামেই পরিচিত। ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি তার ব্যাপক আকর্ষন ছিল। আর ভালো ফুটবল খেলায় পরিবার থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া হয়। ১৯৮৮ সালে আমেরিকা মিনেইরো ক্লাবের সাথে ফুটবল ক্যারিয়ারে পা রাখেন তিনি। এরপর ২০ বছর বয়সে এই ক্লাবের মূল দলে  হয়ে খেলেন তিনি। ২০০৩-৪ সালে খেলেন আমেরিকা মিনেইরো ক্লাবে। এরপরই এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন ক্রুজিরো ক্লাবে। ২০০৫ সালে চার মৌসুমের জন্য নতুন করে খেলেন লিয়ন ক্লাবের সঙ্গে। এই ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেন ফ্লুমিনেন্স ক্লাবে। এই ক্লাবে ১৬৩টি ম্যাচ খেলে গোল করেছেন ৯১টি। আর ২০১৬ সাল থেকে খেলে যাচেছন আতলেটিকো মিনেইরো ক্লাবের হয়ে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলেও মাঠ মাতিয়েছেন ফ্রেড। ২০০৫-১৪ সাল পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলে খেলেন তিনি। ৩৯টি ম্যাচ খেলে গোল করেন ১৮টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি