ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

তাহমিদ গুলশান হামলা মামলার আসামি নয়, এ মামলায় তাকে গ্রেপ্তারও দেখানো হয়নি

প্রকাশিত : ১৪:৪১, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:২১, ৩ অক্টোবর ২০১৬

কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ গুলশান হামলা মামলার আসামি নয়। আর এ মামলায় তাকে গ্রেপ্তারও দেখানো হয়নি। তবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত এ মামলার সন্দেহভাজন আসামি। ডিএমপি মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক ব্রিফিং-এ এক কথা বলেন, কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। পহেলা জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গত ৩ আগস্ট সন্দেহভাজন হিসেবে তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে দু’দফায় ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয় তাকে। তাহমিদ রোববার জামিনের ছাড়া পাওয়ার পর গুলশান হামলায় তার সম্পৃক্ততা আদৌ আছে কি-না তা নিয়ে প্রশ্ন ওঠে। সোমবার এ বিষয়ে কথা বলেন, কাউন্টার টেররিজম ইউনিট প্রধান। ৩ আগস্ট গুলশান হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকেও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে তাকে এ মামলার সন্দেহভাজন আসামি করে জিজ্ঞাসাবাদ চলে। হাসনাতকে দু’দফায় ১৬ দিন জিজ্ঞাসাবাদ করে কাউন্টার টেররিজম ইউনিট। গুলশান হামলা মামলার তদন্ত এখনও চলছে আর এতে অগ্রগতিও আছে বলে জানান তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি