ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

হাতিরঝিলে নামানো হচ্ছে ‘ওয়াটার ট্যাক্সি’

প্রকাশিত : ১১:৪৭, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:৪৭, ৪ অক্টোবর ২০১৬

hatirjhilব্যস্ত নগরী ঢাকার বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে বেশ কয়েকটি এলাকাকে নৌ-যোগাযোগের আওতায় আনতে এবার হাতিরঝিলে নামানো হচ্ছে ‘ওয়াটার ট্যাক্সি’। এ ট্যাক্সিগুলো এফডিসি থেকে বাড্ডা লিংক রোড ও রামপুরা ব্রিজের মধ্যে যাতায়াত করবে। আগামী নভেম্বরের শেষ দিকে এই সেবা চালু হবে বলে জানিয়েছেন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা। প্রায় দুই কোটি মানুষের শহর রাজধানী ঢাকা। যেখানে প্রতিদিনের সবচে বড় ভোগান্তি যানজট। তবে যানজটের এই শহরের বুকে এবার চালু হতে যাচ্ছে ওয়াটার ট্যাক্সি সার্ভিস। ওয়াটার ট্যাক্সিগুলো হাতিরঝিলে এফডিসি থেকে বাড্ডা লিংক রোড ও রামপুরা ব্রিজের মধ্যে যাতায়াত করবে। এর ফলে বাড্ডা, গুলশান, রামপুরা, খিলগাঁওসহ নগরীর পূর্বাংশের মানুষ কারওয়ান বাজার, মগবাজার, দিলু রোড, ইস্কাটন, বাংলামোটর, তেজগাঁও এলাকায় সহজে যাতায়াত করতে পারবে। কংক্রিটের শহরে এমন উদ্যোগকে মনোরম ও পরিবেশবান্ধব বলছেন যাত্রীরা। আগামী নভেম্বরের শেষ দিকে চালু হবে এই সেবা। এরইমধ্যে চট্টগ্রামের একটি কারখানায় ৬টি ওয়াটার ট্যাক্সির কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন এই প্রকল্প কর্মকর্তা। প্রতি ট্যাক্সিতে ৪৫ জন যাত্রী উঠতে পারবে; আধাঘণ্টার মধ্যেই ট্যাক্সিগুলো পৌঁছে যাবে গন্তব্যে। ভাড়া রামপুরা পর্যন্ত ২৫ আর বাড্ডা পর্যন্ত ৩০ টাকা। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি করার জন্য হাতিরঝিলে নির্মাণাধীন ভাসমান এমপি থিয়েটারের কাজ প্রায় শেষের দিকে। আগামী মাসেই উদ্বোধন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি