ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পূজোমন্ডপ গুলোতে

প্রকাশিত : ১৩:০৯, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:০৯, ৪ অক্টোবর ২০১৬

শারদীয় দুর্গা পূজোর বাকি আর মাত্র দুদিন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন জেলার পূজোমন্ডপ গুলোতে। প্রতিমাতে চলছে  রং তুলির শেষ আঁচড়। পূজোকে ঘিরে গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ঢাক, কাসির বাজনার সাথে সাথে রং উঠছে প্রতিমার গায়ে। দেবীকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে পুরোদমে। এবার ঝিনাইদহের ৬টি উপজেলায় ৩৯২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজোর আয়োজন করা হচ্ছে। প্রতিবছরের মতো এবারো জমজমাটভাবে পুজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে পাড়ার মন্ডপগুলো। পূজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিয়ে শংকা থাকলেও জাকঁজমকের কমতি নেই পুরো জেলায়। আর দেবীর আরাধনা সফল করার সকল প্রস্তুতি নিয়েছে পূজো উদযাপন কমিটি গুলো। এদিকে প্রতিমা তৈরীর উপকরণের দাম বেড়ে যাওয়ায় কাজে কিছুটা পিছিয়ে পড়েছেন জামালপুরের কারিগররা। জেলার ৭ উপজেলায় ১৯০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজোর প্রতিমা তৈরির কাজ চলছে। মন্ডপের ঐতিহ্যের ছাপ ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমার সাজসজ্জায়। এদিকে পূজো উপলক্ষ্যে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মর্ত্যে মানব কল্যানে আগমন ঘটবে দূর্গতিনাশিনী দেবী দুর্গার, আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হবে শারদীয় র্দগা পূজা, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মালম্বীদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি