ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ইয়েমেনের সানায় শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলার প্রতিবাদে সশস্ত্র বিক্ষোভ

প্রকাশিত : ১০:২০, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:২০, ১০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ইয়েমেনের সানায় শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলার প্রতিবাদে সশস্ত্র বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সানায় অবস্থিত জাতিসংঘ সদর দফতরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে তারা। হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন বাহিনীকে দায়ি করা হচ্ছে। এদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ হামলার প্রতিশোধ নিতে তার অনুসারী এবং হুথি বিদ্রোহীদের অস্ত্রসহ সৌদি সীমান্তের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন। হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। প্রশ্নবিদ্ধ হচ্ছে ইয়েমেনে সৌদি বাহিনীর হস্তক্ষেপ। শনিবার জানাজা অনুষ্ঠানে বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছে, আহত হয়েছে পাঁচ শতাধিক। যাদের অধিকাংশই হুথি বিদ্রোহী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি