ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

গাজীপুরে জঙ্গিদের ব্যবহার করা বাড়ির মালিকের স্ত্রী ও ভাই আটক

প্রকাশিত : ১৫:২৯, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:২৯, ১০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেকে জঙ্গিদের ব্যবহার করা বাড়ির মালিকের স্ত্রী ও ভাইকে গ্রেপ্তার করেছে। এদিকে, পাতারটেকে অভিযানে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ। তাদের প্রকৃত পরিচয় কারও জানা থাকলে তা জানাতেও অনুরোধ জানানো হয়েছে। শনিবার গাজীপুরের পাতারটেকে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ করলো ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। কেউ তাদের পরিচয় জানলে তা ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে জানানো হয়, জঙ্গিরা বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নাম ব্যবহার করে। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরী। পাতারটেকে নিহত জঙ্গিরা যে বাড়িটিকে আস্তানা হিসেবে ব্যবহার করতো সেই বাড়ির মালিক সরোয়ার সরকারের স্ত্রী সালমা ও ভাই ওসমান গণিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, জঙ্গিদের কাছে বাড়ি ভাড়া দেয়ার কারণ খতিয়ে দেখতেই গ্রেপ্তার করা হয়েছে তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি