প্রায়ত আওয়ামীলীগ নেতা কায়সার স্মরণে চট্টগ্রামে স্মরণসভার আয়োজন
প্রকাশিত : ১৭:১৪, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:১৪, ১০ অক্টোবর ২০১৬
প্রায়ত আওয়ামীলীগ নেতা ও প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার স্মরণে চট্টগ্রামে স্মরণসভার আয়োজন করা হয়।
সোমবার বিকেলে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বিএম মহিউদ্দিন চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও জেলা প্রশাসক এম. এ ছালাম। সভায় প্রায়ত নেতা আতাউর রহমান খান কায়সারের আদর্শকে ধারণ করে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান বক্তারা।
আরও পড়ুন