ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সবাইকে একসাথে কাজ করতে বন্দর শ্রমিক নেতারাদের আহবান

প্রকাশিত : ১৭:১৫, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:১৫, ১০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ধরে রাখতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন বন্দর শ্রমিক নেতারা। সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে নেতারা এ আহ্বান জানান। এসময় নেতারা বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখতে ও  শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। নেতারা বলেন, শ্রমিকদের আন্তরিকতার কারণে সক্ষমতার দিক থেকে গেলো ৫ বছরে ২২ ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর শ্রমিকলীগ সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা শফর আলী, সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীরসহ আরো অনেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি