ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

ভূসিমুসি সিবান্দার জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:১৯, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:১৯, ১০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ভূসিমুসি সিবান্দা। জিম্বাবুয়ের ক্রিকেটার। জিম্বাবুয়ের এই প্রজন্মের ক্রিকারদের মধ্যে অনেক জনপ্রিয়। মেধা ও পরিশ্রমে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতা। ১৯৮৩ সালের ১০ অক্টোবর জিম্বাবুয়েল হারারেতে জন্মগ্রহন করেন সিবান্দা। পুরো নাম ভূসিমুসি সিবান্দা। তবে, সবার কাছে সিবান্দা নামেই পরিচিত এই ক্রিকেটার। বহু সফলতায় সমৃদ্ধ সিবান্দার ক্রিকেট ক্যারিয়ারের শুরু হয় জিম্বাবুয়ের স্থানীয় ক্লাবগুলোর মাধ্যমে। অল্প বয়সেই বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পান। এরপর আর পেছন ফিরতে হয়নি এই কুশলী ব্যাটসম্যানকে। প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় এবং পরবর্তীতে পেশাদার ক্রিকেটে পা রাখেন তিনি। এরপর থেকেই একের পর এক নৈপুণ্যে সৃষ্টি করেছেন বহু ভক্ত-সমর্থক। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার ও হিথ স্ট্রিকদের দেশটির বোর্ড কর্মকর্তাদেও সাথে বিশাল ঝামেলার পর নতুন প্রজন্মেও ক্রিকেটার হিসেবে আরো অনেকের সাথে জিম্বাবুয়ে দলে সুযোগ পান ভুসিমুসি সিবান্দা। এবং ধীরে ধীরে জিম্বাবুয়ের ক্রিকেটকে আগের মত শক্তিশালী করতে অন্যান্যদের মত গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন তিনি। ক্লাব পর্যায়ের পাশপাশি জাতীয় দলেও সমান তালে খেলেছেন এ কুশলী সিবান্দা। ২০০৩ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সিবান্দার। একই বছর ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতেও অভিষেখ হয় তার। ওয়ানডেতে তিন হাজারের কাছাকাছি রান করেছেন। আর টেস্টেও হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন। আর টি-টোয়েন্টিতে বেশী ম্যাচ না খেললেও এ ফরম্যাটে নিজের দক্ষতা প্রমান করেছেন সিবান্দা। অবসরের পর আরো দীর্ঘদিন ক্রিকেটের সাথে জড়িত থাকতে চান জিম্বাবুয়ের দীর্ঘদেহী এই ক্রিকেটার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি