ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

মাশরাফি ও সাব্বিরের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা

প্রকাশিত : ১৯:৩৯, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৩৯, ১০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

দ্বিতীয় ওয়ানডেতে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মাশরাফি ও সাব্বিরের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি এক বিবৃতিতে এই তথ্য জানায়। আর একই ঘটনায় সতর্ক করা হয়েছে ইংলিশ অধিনায়ক বাটলারকে। শাস্তি প্রসঙ্গে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বলেছেন, ‘জস বাটলারের আউটের পর উদ্ধসঢ়;‌যাপনের সময় মাত্রা ছাড়িয়েছেন বাংলাদেশি খেলোয়াড়েরা। এতে আউট হওয়া ব্যাটসম্যান আগ্রাসী আচরণ করতে প্ররোচিত হয়েছেন। মিরপুরে দ্বিতীয় ওয়ানডের সময় ইংলিশ দলপতি বাটলার আউট হওয়ার পর উদযাপন করেছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এতে ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণ করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি